ব্যাক সাপোর্ট ছাড়া চেয়ারে বসলে যে সমস্যাগুলো 100% হবেই
পিঠে ব্যথা - Back Pain: যদি আপনি চেয়ারে ব্যাক সাপোর্ট ছাড়া বসেন, তাহলে মেরুদণ্ড সঠিক পজিশনে না থাকার কারণে অতিরিক্ত চাপ পড়বে, যা পিঠে ব্যথার সৃষ্টি করবে।
কোমরে ব্যথা - Lumber Pain: মেরুদন্ড এর নিচে সঠিক সাপোর্ট না থাকলে, কোমরের পেশী এবং লিগামেন্টে অতিরিক্ত চাপ পড়ে, যা ব্যথার সৃষ্টি করে।
ঘাড়ের ব্যথা - Neck Pain: সঠিক সাপোর্ট ছাড়া ভুল ভঙ্গিতে বসার কারণে কাঁধ এবং ঘাড়ে চাপ পড়ে, যা থেকে ব্যথার সৃষ্টি হয়।
মেরুদণ্ড খয় - Osteoporosis: সঠিক সাপোর্ট ছাড়া ভুল ভঙ্গিতে বসার কারণে কাঁধ এবং ঘাড়ে চাপ পড়ে, যা থেকে ব্যথার সৃষ্টি হয়।
রক্ত সঞ্চালনের সমস্যা - Blood circulation: সঠিক পজিশনে না বসলে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, যা সমস্ত শরিলে ব্যথার সৃস্টি করে।
কুজো হওয়া - Spinal curvature: মেরুদণ্ডের পজিশন বা অবস্থান সঠিক না থাকলে কুজো হতে পারে।
লং টাইম কাজে অস্বস্তি লাগা - Upset: আপনি চেয়ারে ব্যাক সাপোর্ট দিয়ে না বসলে, আপনার কাজে মনোযোগ থাকবেনা এবং অস্বস্তি লাগবে।